নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ৮:৩১। ১৯ অক্টোবর, ২০২৫।

জুলাই যোদ্ধাদের সরাতে পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল নিক্ষেপ

অক্টোবর ১৭, ২০২৫ ২:৩২
Link Copied!

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশ করা জুলাই যোদ্ধা দাবি করা তরুণদের সরাতে লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একটা সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে পুলিশ সদস্যসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার সময় বিক্ষিপ্ত জুলাই সদস্যরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন। তারা বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেলও নিক্ষেপ করে পুলিশ।

আরও পড়ুনঃ  দীর্ঘ ৩৫ বছর পর আজ রাকসু নির্বাচন

ভাঙচুর করা গাড়িগুলোর মধ্যে দুইটি পুলিশের গাড়ি রয়েছে। গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা গেছে।

আরও পড়ুনঃ  নাচোল উপজেলায় জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় দক্ষিণমুখী এই মঞ্চে জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই সকাল ১০টার দিকে বিভিন্ন দাবিতে অনুষ্ঠানস্থলে হাজির হন শতাধিক ‘জুলাই যোদ্ধা’। একটা সময় পুলিশের নিরাপত্তা-বেষ্টনী ভেঙে তারা সরাসরি মূল অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসে পড়েন।

আরও পড়ুনঃ  ‘মাঝে মাঝে ওজন বাড়ে-কমে’

এরপর অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ ছাড়া জুলাই যোদ্ধা দাবি করারা জানিয়েছেন, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে, জুলাইয়ে শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, সুরক্ষা আইন ও তাদের দায়মুক্তি নিশ্চিত করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।