স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সাইদুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে নিজের লেখা “ ফিরে দেখা রাজনীতির দর্শন ও মুক্তিযুদ্ধ” শীর্ষক গ্রন্থটি প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের বিভিন্ন ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেন ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।