নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৪:৩৪। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

টঙ্গীতে অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু

সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৭:৫৭
Link Copied!

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে কেমিক্যালের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবু হাওলাদার (২০) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আরও পড়ুনঃ  ‘পূজা নিয়ে শঙ্কা নেই, তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা করবে’-স্বরাষ্ট্র উপদেষ্টা

নিহত বাবু হাওলাদার টঙ্গী নতুন বাজার এলাকার রতন হাওলাদারের ছেলে। তিনি ঘটনাস্থল সাহারা মার্কেটের জনৈক লিটন মিয়ার রঙের দোকানে কর্মচারী ছিলেন।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, বাবু হাওলাদার সাহারা মার্কেটের নিচে রঙের দোকানের কর্মচারী ছিল। আগুন নেভাতে গিয়ে সে অগ্নিদ্বগ্ধ হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা গেছেন।

আরও পড়ুনঃ  অবশেষে এক নারীর দুই স্বামী জামিনে মুক্ত

প্রসঙ্গত, ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে টঙ্গী বিসিকের রেল স্টেশন রোডের পাশে সাহারা মার্কেট টিনশেড সেমিপাকা ভবনে অবস্থিত একটি কেমিক্যালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ৫৩ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে করে। এ সময় প্রতিষ্ঠানটিতে থাকা কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ফায়ার সার্ভিস এর চারজন ও স্থানীয় একজনসহ পাঁচজন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনই মৃত্যুবরণ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।