নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৮:২৬। ১ অক্টোবর, ২০২৫।

ট্রফি না নিয়ে বেকায়দায় ভারত, নতুন শর্ত দিলেন এসিসি সভাপতি

অক্টোবর ১, ২০২৫ ৪:৫৬
Link Copied!

অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত এশিয়া কাপের শিরোপা জিতলেও ট্রফি ছুয়ে দেখা হয়নি ভারতের ক্রিকেটারদের। অদূর ভবিষ্যতে ট্রফি হাতে পাবে কি না এ নিয়েও অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি ছিল না চ্যাম্পিয়ন ভারত। এরপর নাকভিও মাঠ ছাড়ার সময় ট্রফি ও চ্যাম্পিয়ন ক্রিকেটারদের মেডেল সঙ্গে নিয়ে যান। সেই ট্রফি নিয়ে জটিলতা আরও বাড়ছে।

মঙ্গলবার এসিসির বৈঠকে নতুন শর্ত জুড়ে দিয়েছেন মহসিন নাকভি। তিনি বলেন, ভারতকে ট্রফি নিতে হলে সূর্যকুমার যাদবকে এসে নিতে হবে। অন্য কাউকে তিনি ট্রফি দেবেন না। ভারতীয় বোর্ড কোনও প্রতিনিধি পাঠালে তাকে ট্রফি দেওয়া হবে না। শুধু তা-ই নয়, ভারত অধিনায়ককে ট্রফি নিতে হলে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তরে এসে ট্রফি নিতে হবে।

আরও পড়ুনঃ  মো আলহাজ্ব আমিনুল ইসলামের নির্দেশে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

পাকিস্তানের চ্যানেল জিও সুপার জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকে ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা নাকভিকে বলেছিলেন, এশিয়া কাপের ট্রফি যেন ভারতকে দিয়ে দেওয়া হয়। কিন্তু নাকভি প্রথমে বলেন, এই মিটিংয়ের বিষয় নয় এটি। ফলে এই নিয়ে কোনও আলোচনা হবে না। কিন্তু ভারতীয় বোর্ডের দুই কর্মকর্তা চাপ দিতে থাকেন। তখনই নাকভি বলেন, সূর্যকে দুবাইয়ে নিজে হাজির হয়ে ট্রফি নিতে হবে।

এর ফলে কোনও সমাধান হয়নি এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে। ভারতের দাবি ছিল, দ্রুত এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল তাদের দিয়ে দিতে হবে। বৈঠকে নাকভিকে নিয়ে একের পর এক অভিযোগ করে ভারত। কিন্তু তার রেও ট্রফি-সমস্যার সমাধান হয়নি। নাকভি আলোচনা করতে না চাওয়ায় মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান শুক্লা ও শেলার।

আরও পড়ুনঃ  শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা দিতে চায় ব্রিটেন

মঙ্গলবারের বৈঠকের শুরু থেকেই নাকভিকে একের পর এক কঠিন প্রশ্ন করতে শুরু করেন শুক্লা। ভারতকে ট্রফি না দেওয়ায় নাকভির সমালোচনা করেন তিনি। শুক্লা নাকভিকে মনে করিয়ে দেন যে ট্রফি তার ব্যক্তিগত সম্পত্তি নয়। ফলে তিনি ট্রফি ও মেডেল নিজের সঙ্গে করে হোটেলের ঘরে নিয়ে যেতে পারেন না। এই একই অভিযোগ এশিয়া কাপ শেষে করেছিলেন বোর্ডের সচিব সাইকিয়াও। বৈঠকে শুক্লা স্পষ্ট করে দেন, ভদ্র ভাবে ট্রফি ও মেডেল ভারতের হাতে তুলে দিতে হবে। এশীয় ক্রিকেট কাউন্সিলকে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

শুক্লার আক্রমণের পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা নাকভি অভিযোগ করেন, তাকে দীর্ঘক্ষণ পুরস্কার বিতরণের মঞ্চে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তার নিজেকে কার্টুনের মতো লাগছিল। তিনি আরও দাবি করেন, ভারতীয় দল যে তার হাত থেকে ট্রফি নিতে চায় না, সেটা মৌখিকভাবে বলা হয়েছিল। লিখিত কিছু দেওয়া হয়নি। তাই তিনি পুরস্কার মঞ্চে উপস্থিত ছিলেন।

এদিকে, ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা দ্রুত একটি বৈঠকে বসবেন। সেখানে এই ট্রফি-সমস্যার সমাধান হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।