নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১:১৭। ১০ আগস্ট, ২০২৫।

ট্রাকে গাঁজা ও মদ বহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৫ ৩:২৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও বিদেশি মদ পরিবহনকালে ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপডি এ্যাকশন ব্যাটালয়িন (র‌্যাব-৫)।

শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ট্রাকচালক মিজানুর রহমান (২৮) ও হেলপার আলমগীর (২৯)। তারা রাজশাহী নগরীর বিমানবন্দর এলাকার ভোলাবাড়ী মহল্লার বাসিন্দা।

পুঠিয়ায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও একটি বিদেশী মদের বোতল জব্দ করা হয়।

শনিবার (৯ আগস্ট) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে রাজশাহী জলোর পুঠয়িা থানাধীন পুঠয়িা স্বাস্থ্য কমপ্লক্সেরে সামনে রাজশাহী টু নাটোর গামী পাঁকা রাস্তার উপর চকেপোস্ট করাকালীন সময়ে একটি ট্রাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজা, একটি বিদেশী মদের বোতল জব্দ করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও নগদ সাড়ে ২২ হাজার টাকাও জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  অভিনেত্রীর ‘অশ্লীল’ স্ক্রিনশট ফাঁসের পর মুখ খুললেন জিতু

র‌্যাব জানায়, আসামিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্নস্থানে গাঁজা বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে মামলা দায়েরর পর সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।