নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১১:২১। ৩ সেপ্টেম্বর, ২০২৫।

ডাকসুতে শিবির নেতা ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আগস্ট ৩১, ২০২৫ ১২:৪৯
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সকালে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। বিচারপতি এস কে তাহসিন আলী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট দাখিল করা হয়।

আরও পড়ুনঃ  বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে : হাইকোর্টের রায়

রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। এসএম ফরহাদের পক্ষে শুনানি করবেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বিষয়টি গণমাধ্যমকে আইনজীবী শিশির মনির নিজেই নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  ১০ বিচারকের বদলির আদেশ

রিটে বলা হয়, এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটিতে ছিলেন ফরহাদ। এখন আবার তিনি কীভাবে ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থিতা পান, এমন প্রশ্ন তুলে চ্যালেঞ্জ করা হয় রিটে।

আরও পড়ুনঃ  বাণিজ্য ও কূটনীতিতে এগোচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক

জানা গেছে, জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।