নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সকাল ১১:৪২। ১ সেপ্টেম্বর, ২০২৫।

ডিসেম্বরে প্রেমিককে বিয়ে করছেন মধুমিতা

জুলাই ১৪, ২০২৫ ১১:২২
Link Copied!

অনলাইন ডেস্ক : ২০২৪ সালের অক্টোবরে প্রথমবার প্রেমিককে প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সামাজিক মাধ্যমে পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেমের নানা মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেছে নায়িকাকে।

পাহাড়ে ছুটি কাটানো হোক বা পোষ্যের সঙ্গে সময় কাটানো, দুজনেই একসঙ্গে সময়গুলো চুটিয়ে উপভোগ করছেন। নিজেদের প্রেমের সম্পর্ককেই এবার বিয়েতে রূপ দিতে চলেছেন এই জুটি।

আরও পড়ুনঃ  গাজায় একদিনে নিহত ৭৬, মোট প্রাণহানি প্রায় ৬২ হাজার ৯০০

ভারতীয় গণমাধ্যমের দাবি, ইতোমধ্যেই বিয়ের শাড়ি-গয়না ঠিক করে ফেলেছেন অভিনেত্রী। তবে এখনও বিয়ের দিন প্রকাশ্যে আনেননি মধুমিতা।

টলিপাড়ার জোর গুঞ্জন, আসছে ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। সম্ভবত ৫ ডিসেম্বর হবে বিয়ে, ৭ ডিসেম্বর বৌভাত। যদিও অভিনেত্রীর তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য আসেনি।

আরও পড়ুনঃ  ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেল ৪ ক্লাব

এর আগে গত বছরের সপ্তমীতে প্রথম প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে মধুমিতা লিখেছিলেন, “নতুন শুরু।” সেসময় অভিনেত্রী বলেছিলেন, “হ্যাঁ প্রেম করছি। তবে সম্পর্কটা একেবারেই নতুন। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।”

আরও পড়ুনঃ  নতুন রেকর্ড পোলার্ডের, ধারেকাছে নেই আর কেউ

‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবির পর থেকে ব্যক্তিগত জীবনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মধুমিতা। এবার কী তবে গুঞ্জন সত্যি হতে চলেছে, উত্তর দেবে ডিসেম্বর মাসই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।