নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১২:১৩। ২ জুলাই, ২০২৫।

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

জুন ১৩, ২০২৫ ৮:৪৫
Link Copied!

অনলাইন ডেস্ক : এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের ৫ জনের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী। এরমধ্যে বরিশাল বিভাগের চারজন, বাকি একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। চলতি বছর এ পর্যন্ত এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৫৯ জন। এরমধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২৪ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা দক্ষিণ সিটিতে ১২ জন, ঢাকা উত্তর সিটিতে একজন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন, খুলনা বিভাগে ৩ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন।

আরও পড়ুনঃ  ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১২৭ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪০৪ জন রোগী।

আরও পড়ুনঃ  বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করা হবে: পরিবেশ উপদেষ্টা

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৫ হাজার ৫৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ১ হাজার ৩১৫ এবং ঢাকার বাইরে ৪ হাজার ২৫৫ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ২৮ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ১৬ জন ও ঢাকার বাইরে ১২ জন।

আরও পড়ুনঃ  বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে : আমীর খসরু

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫ হাজার ১১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ হাজার ১৭২ এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০৪ জন।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।