নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১১:১৪। ১৩ জানুয়ারি, ২০২৬।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বিএফডিসি পরিদর্শন

জানুয়ারি ১১, ২০২৬ ১১:৫৩
Link Copied!

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পরিদর্শন করেছেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিএফডিসির বিভিন্ন কার্যক্রম ও বিভাগভিত্তিক সুযোগ-সুবিধা- ডিজিটাল সার্ভিস, শ্যুটিং ফ্লোর, সাউন্ড স্টুডিও, এডিটিং ল্যাব উপদেষ্টাকে ঘুরিয়ে দেখান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক, পলাতক ২

তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কেও তাকে অবহিত করেন এবং সাম্প্রতিক সময়ে গৃহীত বেশকিছু ইতিবাচক পদক্ষেপের কথা জানান।

উপদেষ্টা পরিদর্শন শেষে বিএফডিসির পরিকল্পনাসমূহ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা এবং প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  তানোরে রাস্তার দু’পাশে হাজারের বেশি তাজা গাছ কর্তন, হুমকিতে পরিবেশ

তিনি চলমান অবকাঠামো নির্মাণ ও পরিকল্পনাধীন কবিরপুর ফিল্ম সিটি প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপদেষ্টা অনলাইন সিডিউল ম্যানেজমেন্ট সিস্টেম অব বিএফডিসির উদ্বোধন করেন।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।