নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ১:৪৪। ২৪ আগস্ট, ২০২৫।

তানোরে গণঅভ্যুত্থানের বর্ষপুর্তি উপলক্ষে বিএনপির সমাবেশ

আগস্ট ২৩, ২০২৫ ৯:০০
Link Copied!

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তানোর গোল্লা পাড়া বাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন রাজশাহী ১ তানোর গোদাগাড়ী আসনে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবসর প্রাপ্ত) শরিফ উদ্দিন।

আরও পড়ুনঃ  গোটা শরীর ‘প্লাস্টিকের তৈরি’, কটাক্ষের কড়া জবাব দিলেন মৌনি

তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব রাজশাহী জেলা সদস্য ডাক্তার মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফিরোজ কবির, কামারগাঁ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ডাইমন্ড।

আরও পড়ুনঃ  কুমিল্লায় প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪

তানোর উপজেলা যুবদল আহবায়ক গোলাম মুর্তুজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান রিমন, তানোর উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন তানোর পৌর কৃষকদল সাবেক আহবায়ক আব্দুর রশীদ, তানোর উপজেলা ছাত্রদল সদস্য সচিব মোতালেব হোসেন, তানোর উপজেলা সেচ্ছা সেবক দল সাবেক সাধারন সম্পাদক আব্দুল লতিফ, আফজাল হোসেন, আরশাদ আলী প্রমুখ।

আরও পড়ুনঃ  মিমের হাত ধরে নতুন সূচনা

উক্ত সমাবেশে তানোর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর সভা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সভা শেষে তানোর গোল্লা পাড়া বাজারে নবনির্মিত বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের দলীয় অফিস কার্যালয়ের উদ্বোধন করেন মেজর জেনারেল শরিফ উদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।