তানোর প্রতিনিধি : “সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টার দিকে তানোর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাস হাসদা, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন প্রমুক। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা শপথ নেন-একটি মানবিক,দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন এবং নারীর নিরাপত্তা ও শিশু অধিকারে সম্মানজনক সমাজ গঠনের লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখার।অন্যায়, দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার থেকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণে নিজেদের উৎসর্গ করার অঙ্গীকারও করেন তারা। আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শক্তিকে বুকে ধারণ করে নিজের স্বার্থে নয় নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজে পুরোপুরি ব্যবহার করার আহ্বান জানান। অনুষ্ঠানে ঘটে যাওয়া জুলাই আন্দোলনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শপথ বাক্য পাঠ করা হয়।