নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৬:৪১। ২ জুলাই, ২০২৫।

তানোরে পানিতে ডুবে মৃগী রোগে আক্রান্ত যুবকের মৃত্যু

জুলাই ১, ২০২৫ ৭:৪৩
Link Copied!

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে পানিতে পড়ে মৃর্গী রোগে আক্রান্ত যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১জুলাই) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চকপাড়া বনকেশর গ্রামে ঘটে মর্মান্তিক এই ঘটনাটি। নিহত যুবকের নাম জুবায়ের হোসেন (২০)। তিনি চকপাড়া বনকেশর গ্রামের জানে আলমের পুত্র।

আরও পড়ুনঃ  রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন

এলাকাবাসীসহ পরিবার ও সুত্রে জানা গেছে, জুবায়ের হোসেন দীর্ঘদিন ধরে মৃর্গী রোগে আক্রান্ত ছিলেন। মাঝে মধ্যে সে পুকুরে গোসল করতে নামলে মৃর্গী রোগ উঠতো। এবার সবার অগোচরে কখন পুকুরে নেমেছে কেউ দেখতে পায়নি। সকাল সকাল তার ভেসে উঠা লাশ প্রতিবেশীরা দেখতে পেয়ে তার পরিবার কে খবর দেন।

আরও পড়ুনঃ  দেশের ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে ছুটে বেড়াচ্ছি : বিসিবি সভাপতি

পরিবারের লোকজন এসে জুবায়ের হোসেনের লাশ শনাক্ত করে পুলিশে খবর দেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ন। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ওই যুবক মৃর্গী রোগে ভুগছিলেন। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।