সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে থানা পুলিশ কর্তৃক আদালতের রায় জারি করার পরদিনই কৃষকদের জমি জবর দখল করে ধান রোপন করেছেন প্রভাবশালীরা। ঘটনা ঘটেছে উপজেলার বোনকেশর চকপাড়া গ্রামে। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। এঘটনায় শনিবার দুপুরে বোনকেশর চকপাড়া গ্রামের ওয়াহেদ আলীর পুত্র মতিউর রহমান বাদি একই গ্রামে মনির উদ্দীনের পুত্র জামিরুল রহমানের বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউপির বোনকেশর মৌজার জে-এর নং ১৬১, আরএস খতিয়ান নং ৩৬, আর এস দাগ ১৬৭৫, মোট ৪.১৬৫ একর জমির মধ্যে নালিশি দাগের ০.৫০ একর জমির মধ্যে ০.৪৬ একর জমি জামিরুল রহমানের অন্য ওয়ারিশের কাছ থেকে মতিউর রহমান ক্রয় করে কাজনা খরিজ করে ভোগ দখল করে আসছিলেন। এঅবস্থায় হঠাৎ কিছুদিন আগে জামিরুল রহমান তার লোকজন নিয়ে মতিউর রহমানের ওই জমি দখলের চেষ্টা করেন। এনিয়ে মতিউর রহমান আদালতে একটি মামলা দায়ের করেন।
আদালত ওই মামলায় বাদি মতিউর রহমানের পক্ষে রায় প্রদান করেন। গত শুক্রবার তানোর থানা পুলিশ আদালতের রায়ের নোটিশ জারি করে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়ে নোটিশ আকারে জারি করেন। আদালতের রায়ে জামিরুলকে মতিউর রহমানকে ০.৪৬ একর জমি দখলে না নেয়ার নির্দেশনা দেন। নোটিশ জারির পরদিন শনিবার সকালে ০.৪৬ একর জমির মধ্যে ০.১৬ একর জমিতে জামিরুল তার লোকজন রোপা আমন ধান রোপন শুরু করেন। নিষেধ করতে গেরে মতিউরকে ভয়ভীতি দেখানো হয়।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
তবে অভিযুক্ত জামিরুল রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হরে তিনি সাংবাদিকদের সাথে এবিষয় কোন কথা বরতে রাজি না হয়ে এড়িয়ে যান।