নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ৭:৫১। ৭ সেপ্টেম্বর, ২০২৫।

তানোরে ভূল চিকিৎসা ও অনীয়মের অভিযোগে মহানগর ক্লিনিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ইউএনও

সেপ্টেম্বর ৪, ২০২৫ ৮:২৫
Link Copied!

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে ভুল চিকিৎসা ও অনীয়মের অভিযোগে মহানগর ক্লিনিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। বৃহস্পতিবার দুপুরে তিনি অভিযান চালিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা করেন। এসময় তার সাথে ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার বার্নাবাস হাসদাক।

আরও পড়ুনঃ  আরও তিন দলের ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত, এখন পর্যন্ত উঠল যারা

সংশ্লিষ্ট সুত্রে খোঁজ নিয়ে যানা গেছে, দীর্ঘদিন ধরে তানোর মহানগর ক্লিনিক অনীয়মের মধ্যে দিয়ে রোগীদের ভুল চিকিৎসা দিয়ে আসছিলেন। সম্প্রতি তানোর পৌর এলাকার এক নারী ভুল চিকিৎসার স্বীকার হন। বিষয়টি মহানগর ক্লিনিক কর্তৃপক্ষকে অবহিত করলেও ওই নারী সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। পরে ওই নারী বাদি তানোর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুনঃ  পাকিস্তানের ‘হার্ডহিটার’ ব্যাটারের অবসর ঘোষণা

বৃহস্পতিবার দুপুরে ওই অভিযোগের প্রেক্ষিতে তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান সরেজমিনে তানোর পৌর এলাকার আমশো মেডিকেল মোড়ের উত্তরের সড়কের ধারের মহানগর ক্লিনিকে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মহানগর ক্লিনিকের মালিক হেলাল উদ্দীনকে ২ লাখ টাকা জরিমানা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।