সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় তানোর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। সভায় তানোর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিসার ডাক্তার বারনাবাস হাসদাক, উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, তানোর গোল্লা পাড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান প্রমুখ। সভায় আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যগন উপস্থিত ছিলেন।