নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ১১:২৬। ৩ জুলাই, ২০২৫।

তানোরে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু

জুলাই ২, ২০২৫ ৬:০৬
Link Copied!

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে জমিতে কাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে ইসমাইল হোসেন (৩৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ( ২রা জুলাই) দুপুরে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের শিবরামপুর গ্রামের জমির মাঠে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

নিহত ইসমাইল হোসেন শিবরামপুর গ্রামের মৃত আলমের পুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল প্রতিদিনের মতো আজও সকালে নিজের কৃষি জমিতে কাজ করতে যান। কাজ শেষে দুপুর আনুমানিক ১২টার দিকে জমির আইল পাঁয়ে হেঁটে বাড়ি ফেরার পথে ঘাসের আড়ালে লুকিয়ে থাকা রাসেল ভাইপার সাপ তার পায়ে ছোবল মারে।

আরও পড়ুনঃ  পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

এসময় সাপের কামড় খেয়ে প্রথমে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন তিনি। দ্রুত বাড়িতে এসে পরিবারকে বিষয়টি অবহিত করেন। স্বজনরা তাৎক্ষণিক ভাবে দ্রুত তাকে মাইক্রোবাস যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু বিষক্রিয়ার মাত্রা বেশি থাকায় চিকিৎসাধীন অবস্থায় ইসমাইলের মৃত্যু হয়। নিহত ইসমাইল দুই সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে একমত: অধ্যাপক আলী রীয়াজ

স্থানীয়রা জানান, গ্রামে রাসেল ভাইপার সাপের উপস্থিতি নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। তারা এ ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে এলাকায় সাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।উল্লেখ্য, রাসেল ভাইপার দক্ষিণ এশিয়ার অন্যতম ভয়ংকর বিষধর সাপ হিসেবে পরিচিত। এটি কামড়ালে তাৎক্ষণিক চিকিৎসা না পেলে প্রাণহানি ঘটে থাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।