সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু ও অপর এক জন গুরুতর আহত হয়েছেন। নিহত যুবকের নাম সেতাবুর রহমান সেতু (২৪)। তিনি তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কোয়েল গ্রামের সাহেব জানের পুত্র। আহত যুবকের নাম রিফাত আরেফিন (২০)। তিনি একই গ্রামের আনোয়ার হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে তানোরের দিক থেকে নিহত সেতু ও আহত রিফাতসহ ৩ যুবক একই মটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে তালন্দ’র দিকে আসছিলো। এসময় তানোর চৌবাড়িয়া সড়কের তানোর পৌর এলাকার তালন্দ বাজারে ওয়ালটন শো রুমের সামনে বিপরিত দিক থেকে আসা মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় সেতু ও রিফাত গুরুতর রক্তাক্ত আহত হলেও তাদের মটরসাইকেলে থাকা একজন এবং অপর মটরসাইকেল থাকা অপরজন সামান্য আহত হন।
প্রত্যক্ষদর্শিরা গুরুতর আহত অবস্থায় ২জনকে উদ্ধার করে অটো ভ্যান যোগে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। তবে, মটরসাইকেলের তেমন ক্ষতি হয়নি বলেও জানান প্রত্যক্ষদর্শিরা।
তাদের দুই জনেরই অবস্থা আশংকা জনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় সেতাবুর রহমানের মৃত্যু হয়। অপরজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশংকা জনক। চিকিৎসাধীন অবস্থায় সেতাবুর রহমানের মৃত্যু হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার থানায় আসার জন্য রওনা দিয়েছেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।