নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১২:৩৫। ২ অক্টোবর, ২০২৫।

তানোরে ৫৮ টি পুজা মন্ডপ পরিদর্শন করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শরিফ উদ্দিন

অক্টোবর ১, ২০২৫ ৯:২১
Link Copied!

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার ৫৮ টি পুজা মন্ডপ দুই দিনে পরিদর্শন করেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাজশাহী ১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।

বুধবার বেলা ১১টায় তানোর গোল্লা পাড়া বাজার পুজা মন্ডপ থেকে শুরু করে তানোর পৌর এলাকার তালন্দ, হরিদেবপুর, সমাসপুর হয়ে কলমা ইউপি এলাকার কুজিশহর হয়ে গভীর রাত পর্যন্ত কামারগাঁ ইউপি ২৭ টি পুজা মন্ডপসহ প্রায় ৩০টিরও বেশী পুজা মন্ডপ পরিদর্শন করেন। এর আগে রোববার তিনি মুন্ডমালা পৌর এলাকা, পাঁচন্দর ইউপি, সরনজাই ইউপি, চান্দুড়িয়া ইউপি ও তালন্দ ইউপির প্রায় ২৮ টি পুজা মন্ডপ পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  ২০ বছর ডিপ ফ্রিজে মেয়ের মরদেহ সংরক্ষণ, জাপানে আটক বৃদ্ধা

পুজা মন্ডপ পরিদর্শন কালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময়সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এসময় তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানসহ বিএনপি, যুবদল ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকরা মটরসাইকেল ও মাইক্রোর শোডাউন নিয়ে তার সাথে ছিলেন।

আরও পড়ুনঃ  নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সতর্ক রয়েছে : শফিকুল আলম

এসময় প্রতিটি পুজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।