নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। বিকাল ৫:২৭। ১৪ মে, ২০২৫।

তামান্নার ‘কাভালা’ গানে নেচে তাক লাগাল ছোট্ট শিশুটি

আগস্ট ২২, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার’। এর মধ্যেই রেকর্ড ৫৪৩.৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। সেই ছবিতে কাভালা গানের ছন্দে পা মেলাতে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। তার ডান্স মুভস ইতোমধ্যে ভাইরাল। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারসহ সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এখন তরুণ-তরুণীদের পা মেলাতে দেখা যাচ্ছে কাভালার তালে। এমনকি কোরিয়ার এক যুবককেও ভাইরাল এই গানে নাচতে দেখা গেছে।

আরও পড়ুনঃ  শ্বশুরবাড়িতে গিয়ে প্রতিবেশীকে দেখে চমকে গেলেন ঋতাভরী!

এবার এই গানের বদৌলতে একজন রাতারাতি তারকা বনে গেছেন। কালো নুডলস স্ট্র্যাপ টপ এবং লাল প্যান্টে তার নাচ দেখে নেটিজেনরা আদরে ভরিয়েছেন তাকে। তার বয়স সবে ৩ বছর হবে হয়ত। এর মধ্যেই ট্রেন্ডিং এই গানের ছন্দে প্রায় নিখুঁতভাবে নেচে সবাইকে তাকে লাগিয়ে দিয়েছে ছোট্ট এই মেয়েটি। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ  নীলে নীলে মিলে একাকার মিম

কিউটিপাই রিভা নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি। তাতে ছোট্ট শিশুটিকে একটি বাড়ির নিচে দাঁড়িয়ে কাভালা গানে নাচতে দেখা যাচ্ছে। তার কোমর অবধি লম্বা চুলে ক্লিপ লাগানো, মুখে নিষ্পাপ হাসি। আর সেই হাসিতেই মজেছেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ  ছেলেকে নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন মুহূর্ত, মুগ্ধ ভক্তরা

ইতোমধ্যে প্রায় ১০ লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। একজন লিখেছেন, এখন পর্যন্ত এটাই তার দেখা কাভালা গানে নাচের সেরা ভার্সন। অন্য একজন লিখেছেন, ইন্টারনেটে এটাই তার দেখা সবচেয়ে মিষ্টি ভিডিও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।