নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। দুপুর ২:০২। ২৪ অক্টোবর, ২০২৫।

তায়কোয়ানদোতে চ্যাম্পিয়ন নাফিসা

মার্চ ৭, ২০২৩ ৯:৫৩
Link Copied!

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩’-এ তায়কোয়ান্দো খেলায় যুব চ্যাম্পিয়ন হয়েছেন রাজশাহীর নাফিসা তাবাসসুম। তায়কোয়ানদো জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এই খেলা।

নাফিসা তাবাসসুম +৫২ কেজি তরুণী ইভেন্টে রাজশাহী বিভাগের পক্ষে প্রতিনিধিত্ব করেন। ফাইনালে তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে তিনি চট্টগ্রাম বিভাগের ভানঠাপার বমকে ২২-২১ পয়েন্টে পরাজিত করে স্বর্ণ পদক জেতেন। এর আগে ২০২২ সালে রাজশাহী জেলা তায়কোয়ানদো প্রতিযোগিতায় +৫২ কেজি তরুণী ইভেন্টে স্বর্ণ পদক পান তিনি।

এছাড়া এ বছর রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো প্রতিযোগিতায় +৫২ কেজি তরুণী ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করেন নাফিসা। তিনি রাজশাহীর আইনজীবী কায়সার পারভেজ মেহেদী এবং জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক (লিগ্যাল) আইনজীবী দিল সিতারা চুনির মেয়ে।

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।