নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১১:৫৬। ১০ সেপ্টেম্বর, ২০২৫।

থমথমে কাঠমান্ডু, আজও ফেরা অনিশ্চিত জামালদের

সেপ্টেম্বর ১০, ২০২৫ ৬:৪৯
Link Copied!

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনে নেপালে সরকারের পতন হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে কাঠমান্ডুতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ। এতে বাংলাদেশ ফুটবল দলের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।

বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘এখনও এয়ারপোর্ট বন্ধ রয়েছে। দূতাবাস আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। গতকাল ক্রীড়া উপদেষ্টাও ফোন করেছিলেন। দ্রুত সময়ে আমাদের দেশে ফেরানোর চেষ্টা করছে সরকার থেকে। বাফুফে সভাপতিও এই বিষয়ে সার্বক্ষণিক কাজ করছেন।’

আরও পড়ুনঃ  ‘অতীত তো ইতিহাস, ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য’

সরকার পতন আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের বিমানবন্দরও। ফলে ইমিগ্রেশনসহ অন্যান্য ব্যবস্থা এলেমেলো। এটা নিয়ে বেশি শঙ্কিত বাংলাদেশ ম্যানেজার, ‘বাংলাদেশ সরকার থেকে বিশেষ বিমানে আমাদের নেওয়ার পরিকল্পনা চলছে। এখানে ইমিগ্রেশন ও প্রয়োজনীয় অনুমতির ব্যবস্থা না থাকলে তো আসলে বিশেষ বিমানেও যাওয়া সম্ভব হবে না। শুনেছি সন্ধ্যা ৬টা পর্যন্ত এয়ারপোর্ট বন্ধ। এরপর নেপাল হয়তো সময় বাড়াবে বা অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন বাংলাদেশ দলের খেলা দেখতে কাঠমান্ডু যান। তিনি আজকের কাঠমান্ডুর পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘গতকাল পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। সকল রাস্তায় কমবেশি আন্দোলন, জ্বালাও-পোড়াও হয়েছে। আজ সকাল থেকে পরিবেশ শান্ত ও থমথমে। অফিস, আদালত ও দোকান-পাট সব বন্ধ। রাস্তায় মানুষ চলাচল একেবারেই নেই। সেনাবাহিনী কড়া নিরাপত্তা ও নজরদারি রাখছে।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

বাংলাদেশ অবশ্য হোটেলে নিরাপদে রয়েছে। আজ সকালে জিম করেছে হোটেলেই। সবাই স্বাভাবিক ও সুস্থ রয়েছে। আজ কাঠমান্ডুর পরিবেশ শান্ত থাকায় ফুটবলারদের মধ্যে তেমন উৎকণ্ঠা নেই কালকের মতো।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল আজ রাতে ভিয়েতনাম থেকে ঢাকায় পৌঁছানোর কথা। ইতোমধ্যে ভিয়েতনাম থেকে ইংল্যান্ড চলে গেছেন তানিল সালিক। ফাহমিদুল ইতালি ফিরবেন ঢাকা থেকে। আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ দলের সঙ্গে দেশে ফিরবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।