নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ২:০২। ১০ মে, ২০২৫।

থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

এপ্রিল ২২, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : আজ বাংলাদেশ ক্রীড়াঙ্গন জুড়েই বৃষ্টির ঘটনা। টেস্ট ক্রিকেটে সিলেটে সকালে প্রথম সেশন হয়নি বৃষ্টির জন্য। ঘরোয়া ফুটবলে ফেডারেশন কাপ ফাইনাল ময়মনসিংহে ঝড় ও বৃষ্টির কবলে পড়ে আলোকস্বল্পতায় অসমাপ্ত। ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকিতে বাংলাদেশ-থাইল্যান্ড ম্যাচও এক ঘন্টা দেরিতে শুরু হয়েছে।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে। গ্রুপে তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। কালকের ম্যাচের পর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে।

ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করেন। ছয় মিনিট পর ক্রাইউচ ফিল্ড গোল করে খেলায় সমতা আনেন। ১-১ সমতা নিয়ে দুই দল ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পর খেলা শুরু হওয়ার মিনিট চারেকের মধ্যে আরশাদ হোসেন গোল করে আবার বাংলাদেশকে লিড এনে দেন। ম্যাচের বাকি ২৬ মিনিট দুই দলই গোলের চেষ্টা করেছে। কেউই গোল করতে না পারায় ২-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। আরশাদের গোলটি বাংলাদেশের জয়সূচক হয়। যদিও ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন আশরাফুল ইসলাম।

বাংলাদেশ আগের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষেও কষ্টার্জিত জয় পেয়েছে। খেলা শেষ হওয়ার ২০ সেকেন্ড আগের গোলে জিতেছে। বাংলাদেশ বিগত সময়ে থাইল্যান্ড-ইন্দোনেশিয়াকে বেশ সহজে হারালেও এবার বেশ ঘাম ঝরাতে হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।