অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেও প্রথম চার দিনের ম্যাচে ফলাফল আনতে ব্যর্থ হয় বাংলাদেশ ইমার্জিং দল। দুই দলের মধ্যেকার প্রথম চারদিনের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাট হাতে প্রথম চার দিনের ম্যাচে আলো ছড়ান আশিকুর রহমান শিবলি। তবে দ্বিতীয় ইনিংসে বড় রান করতে ব্যর্থ হন তিনি। বাংলাদেশও ফলাফল আনতে পারেনি নিজেদের পক্ষে।
এবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় চারদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আগামী মঙ্গলবার মিরপুরে শুরু হবে ম্যাচটি। তার আগে আজ রোববার যথারীতি অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। কোচিং স্টাফদের সকল সদস্য মিলে ক্রিকেটারদের নিয়ে মিরপুরে কাজ করেছেন লম্বা সময় ধরে।
একাডেমি মাঠে ক্রিকেটাররা ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি করেছেন ফিল্ডিংয়ের কাজও। দলের সঙ্গে রয়েছেন বিদেশি এক মনোবিদও। দেশি বিদেশি মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটি কোচিং প্যানেলই কাজ করছে ইমার্জিং দলের সঙ্গে।
চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড
শাহাদাত হোসেন দিপু (অধিনায়ক), ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আইচ মোল্লা, প্রীতম কুমার, মঈন খান, শফিকুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, নাঈম আহমেদ, মারুফ মৃধা, রিপন মন্ডল ও মেহেদী হাসান।