নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১:০০। ২৬ মে, ২০২৫।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনে টাইগাররা

মে ২৫, ২০২৫ ৬:৫৮
Link Copied!

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেও প্রথম চার দিনের ম্যাচে ফলাফল আনতে ব্যর্থ হয় বাংলাদেশ ইমার্জিং দল। দুই দলের মধ্যেকার প্রথম চারদিনের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাট হাতে প্রথম চার দিনের ম্যাচে আলো ছড়ান আশিকুর রহমান শিবলি। তবে দ্বিতীয় ইনিংসে বড় রান করতে ব্যর্থ হন তিনি। বাংলাদেশও ফলাফল আনতে পারেনি নিজেদের পক্ষে।

আরও পড়ুনঃ  ১ হাজার ৩৯৬ দিন পর আবার ‘জয়’ পাবে বাংলাদেশ?

এবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় চারদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আগামী মঙ্গলবার মিরপুরে শুরু হবে ম্যাচটি। তার আগে আজ রোববার যথারীতি অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। কোচিং স্টাফদের সকল সদস্য মিলে ক্রিকেটারদের নিয়ে মিরপুরে কাজ করেছেন লম্বা সময় ধরে।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম

একাডেমি মাঠে ক্রিকেটাররা ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি করেছেন ফিল্ডিংয়ের কাজও। দলের সঙ্গে রয়েছেন বিদেশি এক মনোবিদও। দেশি বিদেশি মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটি কোচিং প্যানেলই কাজ করছে ইমার্জিং দলের সঙ্গে।

আরও পড়ুনঃ  বিএমডিএ চেয়ারম্যান ড. আসাদুজ্জামান আর নেই

চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড
শাহাদাত হোসেন দিপু (অধিনায়ক), ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আইচ মোল্লা, প্রীতম কুমার, মঈন খান, শফিকুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, নাঈম আহমেদ, মারুফ মৃধা, রিপন মন্ডল ও মেহেদী হাসান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।