নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। বিকাল ৩:২৯। ১৪ আগস্ট, ২০২৫।

দলীয় পরিচয়, স্বজনপ্রীতি ও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া হবে না: ডা: আব্দুল বারী

আগস্ট ১৩, ২০২৫ ৯:৪১
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় সাংগঠনিক কর্মসূচি জোরদার করেছে উপজেলা জামায়াত। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে দলীয় নেতাকর্মী সঙ্গে নিয়ে গনসংযোগ করেন রাজশাহী ৪(বাগমারা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারী।

গনসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, দোকানি, ভ্যানচালক, শ্রমিক ও পথচারীদের সাথে কথা বলেন ও কুশল বিনিময় করেন। এসময় তিনি আগামী নির্বাচনে নিজের জন্য দোয়া ও সমর্থন চেয়ে বলেন, নির্বাচিত হলে দলীয় পরিচয়, স্বজনপ্রীতি ও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়া হবে না। ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সবার অধিকার রক্ষা করা হবে। এছাড়াও তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কৃষক ও শ্রমিকের সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ডাঃ আব্দুল বারী দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা প্রদান ও বিভিন্ন সামাজিক সংকটে ভূমিকা রেখে বাগমারার জনমানুষের মধ্যে ব্যাপক পরিচিত ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। বাগমারার রাজনৈতিক বিশ্লেষকরা তাকে আসন্ন জাতীয় নির্বাচনে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে মনে করছেন।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে বিএডিসির ডিলারের ডিএপি সার পাচারের সময় হাতে-নাতে আটক

জামায়াতের গনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অধ্যাপক ওহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা জামায়াত যুব বিভাগের সভাপতি গোলাম রাব্বানী সান্টু, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার শিবির সভাপতি সাব্বির আহমেদ সহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।