নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১০:৩২। ১৫ সেপ্টেম্বর, ২০২৫।

দিনে-দুপুরে হেনস্তার শিকার সোহা, বাকরুদ্ধ অভিনেত্রী!

সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৭:১৬
Link Copied!

অনলাইন ডেস্ক : ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন বলিউড অভিনেত্রী সোহা আলি খান। ইতালিতে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে পতৌদি কন্যার সঙ্গে। জানান, বিষয়টি এতটাই সংবেদনশীল ছিলো, যেন রীতিমতো তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

সম্প্রতি একটি পডকাস্টে এসে সেই অভিজ্ঞতা জানান সোহা। সেখানেই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কখনও তাকে প্রকাশ্যে ‘ফ্ল্যাশ’ করা হয়েছে কি না। উত্তরে সোহা জানিয়েছেন, প্রকাশ্যে তাকে অশ্লীল অঙ্গভঙ্গি দেখানো হয়েছিল। বলেন, ‘এটা ঘটেছিল ইতালিতে। স্পষ্টতই, এটি প্রায়ই ঘটে; আর সেটি ঘটেছিল প্রকাশ্যে, দিবালোকেই।’

আরও পড়ুনঃ  নিরাপদ পৃথিবীর জন্য ওজোন স্তর রক্ষায় প্রয়োজন বিশ্বজনীন অঙ্গীকার

এ ঘটনায় একরকম বাকরুদ্ধও হয়ে পড়েন অভিনেত্রী। বলেন, ‘আমি তখন ঠিক বুঝতে পারছিলাম না কি হলো এটা! তাদের উদ্দেশ্য কী, আমি আর বুঝতেও চাইনি।’

আরও পড়ুনঃ  হঠাৎ জরুরি বৈঠকে বিসিবি, কারণ কী?

সোহা আরও বলেন, তার পরিচয় ও পেছনের পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে অনেক অনিরাপদ পরিস্থিতি থেকে রক্ষা করেছে, যা অনেক নারী প্রতিদিনের জীবনে মুখোমুখি হন। তিনি বলেন, ‘আমি জানি আমার জীবন আমাকে নিরাপদ রেখেছে। আমার সঙ্গে এমন অভিজ্ঞতা ঘটেনি যা সাধারণভাবে গণপরিবহন ব্যবহারকারী নারীদের হয়।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।