অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ও জিম্বাবুয়ে-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল থেকে বাদ পড়েছেন ব্যাটার হাসান নাওয়াজ। যেখানে বাদ পড়েছেন হাসান নাওয়াজ।
ক্যারিয়ারের শুরুটা ভালোই করেছিলেন নাওয়াজ। একাধিক সিরিজ ও টুর্নামেন্টে ভালো ব্যাটিং করেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে বাজে সময় পার করছেন। মূলত অফফর্মের কারণেই তাকে বাদ পড়তে হয়েছে।
নাওয়াজের বদলি হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাকা হয়েছে ফখর জামানকে। অভিজ্ঞ এই ব্যাটারের অপরই আপাতত আস্থা রাখছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
আগামী ১১ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ১৭ নভেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ।
শ্রীলঙ্কা সিরিজের পাকিস্তান দল-
শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, মোহাম্মদ হাসিবুল্লাহ, হুসেইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব ও সালমান আলী আঘা।
ত্রিদেশীয় সিরিজের পাকিস্তান দল-
সালমান আলী আঘা (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।

