নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সকাল ১০:১৭। ৫ জুলাই, ২০২৫।

দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, পানচুরির অভিযোগ

জানুয়ারি ৮, ২০২৪ ১১:১৮
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে এক মৎস্য ব্যবসায়ীর পুকুরে রাতের আধারে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও একই রাতে তার বরজের পানও চুরি হয়েছে বলে দাবি তার। ওই মৎস্য ব্যবসায়ী নাম শফিকুল ইসলাম। সে উপজেলার নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর গতকাল সোমবার সকালে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  রাবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, সদ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওপাড়া ইউনিয়নে নেতৃত্ব দিয়ে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের ঈগল প্রতীকের ভোট করেন তিনি। এ কারনে রাতের আধারে শক্রতা করে তার পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এছাড়াও একই রাতে তার বরজ থেকে পান চুরি করে নিয়ে গেছে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শফিকুল বলেন, গতকাল সোমবার সকালে হঠাৎ প্রতিবেশীরা পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে পুকুরের পাড়ে বিষের ট্যবলেট পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে।

আরও পড়ুনঃ  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

তিনি আরও বলেন, নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে নির্বাচন করেছি। আমার প্রাথী হেরে যাওয়ায় আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি পক্ষ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।