নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ১১:৫০। ১৪ আগস্ট, ২০২৫।

দুর্গাপুরে হত্যা মামলার আসামিকে হত্যা, গ্রেপ্তার ২

আগস্ট ১৩, ২০২৫ ৫:৩৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে হত্যা মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাটোর সদরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন র‌্যাব-৫ এর সিপিএসসি, রাজশাহী ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের যৌথ দল।

গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের ওমর ফারুক (৪২) ও গোপালপুর গ্রামের ফরহাদ কবির (২৫)। বুধবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন : র‌্যাব

র‌্যাব জানায়, গত ১৪ মে হোজা অনন্তকান্দি গ্রামে মারামারির ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় গত ১৫ মে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ওয়াজেদ আলী। জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় অবস্থান করছিলেন।

আরও পড়ুনঃ  দেশের মানুষ পিআর পদ্ধতি জানে না: ডা. জাহিদ

গত রোববার সকালে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলের পশ্চিম পাশে নিজের পান বরজে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষরা লাঠি, লোহার রড, হাঁসুয়া ও রামদা দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান এবং গুরুতর জখম করেন। এ ঘটনায় হত্যা মামলার আসামি ওয়াজেদ আলী মারা যান।

আরও পড়ুনঃ  গাজায় অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু

এ ঘটনায় আরেকটি হত্যা মামলা হয়। এ মামলার পলাতক ছিলেন আসামি ওমর ফারুক ও ফরহাদ কবির। তাদের গ্রেপ্তার করে দুর্গাপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।