নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ১০:০৭। ১৭ সেপ্টেম্বর, ২০২৫।

দুর্গাপূজা উপলক্ষে ভারতের গেল ইলিশের প্রথম চালান

সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৩:০১
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩৭ দশমিক ৪৬ মেট্রিকটন ইলিশ রফতানি করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে রাতে সাতটি ট্রাকে করে প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা আ. লীগের নেতা-কর্মীদের

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান ন্যশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল, ইলিশগুলো আমদানি করেছে। আর বাংলাদেশ থেকে রফতানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।

দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩৭ দশমিক ৪৬ মেট্রিকটন ইলিশ রফতানি করা হয়।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ সরকার ভারতে মোট এক হাজার ২০০ মেট্রিকটন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। ৩৭টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দু’টি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ভেঙে দেওয়া হলো নেপালের সংসদ, নতুন নির্বাচন মার্চে

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রফতানি শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রফতানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।