অনলাইন ডেস্ক : চণ্ডী ও মন্ত্রপাঠ, দেবী-দর্শন, অঞ্জলি প্রদান এবং প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে আজ শুরু হলো মহাসপ্তমীর পূজা। ভক্তদের কষ্ট দূর করতে এ বছর দেবী দুর্গা এসেছেন গজে চড়ে, আর বিজয়া দশমীর দিন দোলায় করে মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যাবেন। অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল ছিল মহাষষ্ঠী, যেদিন শক্তিরূপে ভক্তদের কাছে আসেন দেবী দুর্গা।
শাস্ত্র অনুযায়ী মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবীর পূজা অনুষ্ঠিত হয়। ত্রিনয়নী দেবীর চক্ষুদান, আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে ভক্তরা দেবীকে পূজা অর্চনা করেন।
এবার রাজশাহী জেলায় মোট ৪৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজশাহী মহানগরে ১০৩টি এবং জেলায় আরও ৩৬৭টি মণ্ডপে চলছে পূজার আনুষ্ঠানিকতা।
পূজার নিরাপত্তায় প্রশাসন নিয়েছে বিশেষ ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, প্রতিটি মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে সিসি ক্যামেরা। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন।
এদিকে, পূজা উপলক্ষে রাজশাহীর সব মণ্ডপ সাজানো হয়েছে রঙিন আলো আর শোভামণ্ডিত প্রতিমায়। ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ে প্রতিটি মণ্ডপ এখন উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে উঠেছে।