নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১২:১৮। ১৭ সেপ্টেম্বর, ২০২৫।

ধীরে ধীরে উন্নত হচ্ছে পুলিশের ইমেজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেপ্টেম্বর ৪, ২০২৪ ৬:৪৭
Link Copied!

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের ইমেজ ধীরে ধীরে উন্নত হচ্ছে। একদিনে সব ঠিক হবে না, সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হবে। সময় দিতে হবে। বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় আবারও মহাসড়ক অবরোধ,তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ইমেজ কিন্তু আস্তে-আস্তে উন্নত হচ্ছে। আমার কাছে এ রকম কোনো কিছু নাই যে, আমি একদিনে সব উন্নতি করে ফেলব। আমি তো একদিনে পারবো না, সময় দিতে হবে। আমি ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুনঃ  লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা আ. লীগের নেতা-কর্মীদের

গত ১৬ আগস্ট অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে সরিয়ে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে। এম সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ফ্যাসিবাদের দোসররা ঢুকে আগুন লাগিয়ে লঙ্কাকাণ্ড ঘটিয়েছে : শামা ওবায়েদ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।