স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নগরীর বোয়ালিয়া থানার খড়বোনা নদীর ধার এলাকার এক জুয়ার আসর থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ১২ জন হলেন- মো. কালু (৩৫), মো. শফি (৩৮), মো. শিশির (৩২), মো. স্বপন (৩২), মো. রিপন (৩৭), অলক সরকার (২৮), মো. সোহাগ (২৭), অমর আলী (৩৮), মো. রকি (৩৫), কাওসার আলী (৪৪), মো. জুয়েল (২৮) ও শফিকুল ইসলাম (৪৮)।
নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জুয়া খেলার সময় এদের হাতেনাতে আটক করা হয়। আলামত হিসেবে এদের কাছ থেকে জুয়া খেলার পাঁচ সেট তাস ও নগদ ২০ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়েছে। জুয়াড়িদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।