নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৩:০২। ২৩ মে, ২০২৫।

নগর ডিবির অভিযানে ১০টি চোরাই মোবাইলসহ গ্রপ্তার ১

মে ২২, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার সোনাদীঘি মোড়ে অভিযান পরিচালনা করে ১০টি চোরাই মোবাইলসহ ১ চোরকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: শহিদ (২৩)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘী সোনা মসজিদ এলাকার মো: খায়রুল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২১ মে সন্ধ্যায় রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া মডেল থানার সোনাদিঘী মোড়ে সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে এক ব্যক্তি চোরাই মোবাইল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

আরও পড়ুনঃ  ‘শাকিবের সাথে কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার’

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম গতকাল রাত পৌনে ৮ টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামি শহিদকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়া বিএনপির সাবেক সম্পাদক আল মামুনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের কারনে সংবাদ সম্মেলন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শহিদ জানায় যে, সে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে মোবাইল ফোন বাংলাদেশে এনে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। মোবাইলের ফোনের কোনো বৈধ কাগজপত্র সে দেখাতে পারেনি।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোনগুলো আনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।