নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৯:৫১। ১১ নভেম্বর, ২০২৫।

নগরীতে অভিযানের খবরে কমে গেল আলুর দাম

সেপ্টেম্বর ৬, ২০২৩ ১২:২৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বাজারে গত কয়েকদিনে বেড়েছিল আলুর দাম। নগরীতে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছিল ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে। অস্বাভাবিক দাম কারণে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এর এই অভিযানে কমে গেছে আলুর দাম।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নগরীর সাহেববাজার ও মাস্টারপাড়ায় এই অভিযান চালানো হয়। মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় রাজশাহীতে তিন আলু ব্যবসায়ীকে জরিমানাও করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। রাজশাহী জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররের সহকারী পরিচালক মাসুম আলী এই অভিযানে নেতৃত্ব দেন।
ঘন্টাব্যাপী অভিযান পরিচালনায় মোট তিনটি দোকানে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
মাসুম আলী জানান, খুচরা বাজার ও আলুর কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজারগুলোতে সঠিক মূল্যে আলু বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হচ্ছে। সাহেববাজারে দুটি দোকানে মুল্য তালিকা না থাকায় ৬ হাজার টাকা ও একটি দোকানে ক্রয়-রশিদ না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারে অসাধু ব্যবসায়ী যেন অতিমূল্যে আলু বিক্রি না করে তাদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।