নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৬:৩৪। ২ জুলাই, ২০২৫।

নগরীতে জুয়ার সরঞ্জামাদি সহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার

এপ্রিল ৭, ২০২৪ ২:৩১
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরী’র চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: ফরিদ হাওলাদার (৭০), মো: রাসেল সওদাগর (৩৬), মো: মিন্টু (৪৪), মো: আ: রহিম (৪৪), মো: মানিক (৪০), মো: লিটন শেখ (৩২), মো: আনোয়ার হোসেন (৪৫) ও মো: সিরাজ মিয়া(৫০)। তারা সকলেই নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

ঘটনা সূত্রে জানা যায়, আজ ৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ (৬ এপ্রিল দিবাগত) রাত ১২:৪০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো: শরিফুল রায়হান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম আজ ৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ (৬ এপ্রিল দিবাগত) রাত ১২.৫০ টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা, মুয়াজ্জিন গ্রেফতার

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।