নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৬:৩৪। ২ জুলাই, ২০২৫।

নগরীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জুন ১৬, ২০২৪ ১২:৩৬
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: শাহ আলম(২৩) রাজশাহী মহানগরীর মতিহার থানার বুধপাড় এলাকার আব্দুল হকের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি শাহ আলমের বিরুদ্ধে এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র মতিহার থানায় মুলতবি ছিল। আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। গতকাল ১৫ জুন ২০২৪ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শাহ আলম তার বাড়িতে অবস্থান করছে।

আরও পড়ুনঃ  'পাখির গ্রামে' আসছে না পাখি

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই সুনিরাম মুরমু ও তাঁর টিম গতকাল দিবাগত রাত সাড়ে ৩ টায় অভিযান পরিচালনা করে আসামি শাহ আলম তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।