নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সন্ধ্যা ৭:১৭। ১০ মে, ২০২৫।

নগরীতে মহানবী হযরত মুহাম্মদ সা: কে নিয়ে কটুক্তি করায় যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

এপ্রিল ২২, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন বুলনপুর ঘোষপাড়া এলাকায় সাগর নামের এক হিন্দু যুবক মহানবী হযরত মুহাম্মদ সা: কে কটুক্তি করার অভিযোগে এলাকাবাসীর হাতে গণধোলাইয়ের শিকার হোন। পরবর্তীতে যুবকের মাথার চুল কেটে জুতার মালা গলায় দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

এলাকাবাসী সুত্রে জানা যায় মহানবী সা: কে নিয়ে কটুক্তিকারী যুবকের নাম শ্রী সাগর সাহা তার পিতার নাম মৃত সোনাতন সাহা। সে এলাকায় প্রায় সময়ই মহানবী হযরত মুহাম্মদ সা: কে নিয়ে কটুক্তি করতো এবং অকথ্য ভাষায় গালাগালি দিতো। এরই জেরে আজ এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তার নিজ বাসা থেকে তুলে মারধর করে স্থানীয় জান্নাতুল মাকাম জামে মসজিদে আটকে রেখে মাথার চুল কেটে জুতার মালা গলায় পড়িয়ে দেয়। (ভিডিও ভাইরাল)

পরবর্তীতে বিষয়টি রাজপাড়া থানা পুলিশকে অবগত করলে রাজপাড়া থানা পুলিশ ও সিআরটি টিম ঘটনাস্থলে এসে যুবককে উদ্ধার করে রাজপাড়া থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেই সাথে অত্র এলাকার মসজিদের ইমামের নেতৃত্বে ও এলাকাবাসীর সহযোগিতায় একটি বিক্ষোভ মিছিল বের করে কোর্ট চত্বর হয়ে রাজপাড়া থানার সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে। বিক্ষোভ মিছিলে মহানবী হযরত মুহাম্মদ সা: কে কটুক্তিকারীর ফাঁসির দাবি জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুল আলম জানান “মহানবী হযরত মুহাম্মদ সা: কে নিয়ে কটুক্তিকারি যুবক শ্রী সাগর সাহাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।”

এছাড়া বিক্ষুব্ধ এলাকাবাসীর দেয়া তথ্যমতে আগামীকাল ২৩ এপ্রিল বুধবার বেলা ১১ টায় রাজশাহী আদালত চত্বরে হযরত মুহাম্মদ সা:কে কটুক্তি ও গালাগালি করার প্রতিবাদে শ্রী সাগর সাহার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।