নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ১০:২৬। ৫ নভেম্বর, ২০২৫।

নগরীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত

নভেম্বর ১, ২০২৩ ১১:৩৭
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। এছাড়াও আলোচনা সভা শেষে যুব ঋণের চেক, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফ্যাকালটির ডিন প্রফেসর ড. মো. রবিউল ইসলাম।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- রাজশাহী যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব। এছাড়াও সফল আত্মকর্মী হিসেবে বক্তব্য রাখেন, রিপা বুটিকস হাউসের স্বত্বাধিকারী রিপা খাতুন এবং সফল সংগঠক হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর যুব সংগঠন ফোরামের জাকির হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।