স্টাফ রিপোর্টার : মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- বাপ্পী (৩৫), সুজন আলী (৩২), আ. রহিম (৩০), শাহীন শেখ (৩০), শাহ আলম (২৪) ও সাকিল (২৫)। তারা সকলেই নগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার (৩ এপ্রিল) রাত ১:৩০ টায় ডিবি পুলিশের একটি টিম কেশবপুর নদীর ধার অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।