মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর জেলার শার্শা উপজেলার বারোপোতা গ্রামের গুম হওয়া যুবক মোঃ রেজওয়ান হোসেনের ঘটনার তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি বিশেষ তদন্ত দল।
২০১৬ সালের ৪ অক্টোবর বেলা বারোটার পর বেনাপোল ভূমি অফিস সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তৎকালীন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসানের নেতৃত্বে এসআই নূরে আলমসহ পুলিশের একটি দল রেজওয়ান হোসেনকে গ্রেফতার করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্বজনেরা। এরপর থেকেই তিনি নিখোঁজ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রেজওয়ানকে তুলে নেওয়ার পর তারা বেনাপোল পোর্ট থানায় গিয়ে অভিযোগ জানাতে চাইলে ওসি অপূর্ব হাসান তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং থানার বাইরে বের করে দেন। পরবর্তীতে তারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও গত নয় বছরেও রেজওয়ানের কোনো খোঁজ মেলেনি।
দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। দলটি রেজওয়ানকে গ্রেফতারের স্থান পরিদর্শন করে এবং এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করে।
এ সময় বেনাপোলের বিভিন্ন পেশাজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
রেজওয়ানের ভাই রিপন হোসেন জানান, “আমরা বহু বছর ধরে ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। আজ তদন্ত টিম আসায় আমরা নতুন করে আশার আলো দেখছি। আমরা গুমের সুষ্ঠু তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তি চাই।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে রেজওয়ানের নিখোঁজের রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।