নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৭:১৭। ২ জুলাই, ২০২৫।

নাইনে পড়া মেয়েটা যে কখন প্রেমিকা থেকে স্ত্রী হয়ে গেল : কাঞ্চন

জুলাই ১, ২০২৫ ৬:৫৮
Link Copied!

অনলাইন ডেস্ক : সকাল থেকেই মল্লিক বাড়িতে সাজ সাজ রব। একগুচ্ছ উপহার, ফুল আর হাতে লেখা ভালোবাসায় ভরা চিঠি— কারণ আজ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের জন্মদিন। আর সেই বিশেষ দিনে স্ত্রীকে চমক দিতে ভোলেননি অভিনেতা কাঞ্চন মল্লিক।

জন্মদিন উপলক্ষে দুপুরে বাড়িতে ছিল এলাহি আয়োজন। মেন্যুতে ছিল ডাল, আলু ভাজা, ইলিশ, মাংস, আলু পোস্তসহ নানা পদ। পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে আনন্দে কেটেছে দিনটি।

সামাজিক মাধ্যমে শ্রীময়ীর উদ্দেশে এক আবেগঘন চিঠি লিখেছেন কাঞ্চন। সেখানে তিনি লেখেন, “ক্লাস নাইনে পড়া মেয়েটা কখন যে প্রেমিকা থেকে স্ত্রী হয়ে কৃষভির মা হয়ে গেল বুঝতেই পারলাম না। এতটা পথচলা, এতটা পরিবর্তন শুধু চেয়ে চেয়ে দেখলাম – দেখলাম কিভাবে একজন বন্ধু – প্রেমিকা, স্ত্রী থেকে একজন দায়িত্বশীল মা হয়ে ওঠে। তুমি ভাল থেকো, সুস্থ থেকো, আমরা সবাই মিলে ঠিক এভাবেই এগিয়ে যাব ভবিষ্যতের দিকে। শুভ জন্মদিন শ্রীময়ী।”

আরও পড়ুনঃ  স্ত্রীকে নিয়ে রিকশা চালিয়ে জার্মান রাষ্ট্রদূতের বিদায়ী শুভেচ্ছা

শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের আলাপ বহু বছর আগে, যখন শ্রীময়ী ক্লাস নাইনে পড়তেন। তখন যদিও প্রেমের সম্পর্ক ছিল না, তবে পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয় এবং গত বছর তারা বিয়ে করেন। বিয়ের কিছু মাসের মধ্যেই মা হন শ্রীময়ী। বর্তমানে ছেলে কৃষভিকে নিয়ে সুখের সংসার তাঁদের।

আরও পড়ুনঃ  পাবনায় নদীতে ডুবে মারা গেল চাচাতো ভাই-বোনের

সম্প্রতি উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন সিনেমা ‘ভানুপ্রিয়া ভাতের হোটেল’-এর শুটিংয়ে কুলু-মানালিতে গিয়েছিলেন কাঞ্চন। সেই সফরে শ্রীময়ী ও তাদের সন্তানও সঙ্গে ছিলেন। শুটিং শেষে কলকাতায় ফিরে রথযাত্রার আনন্দে মেতে ওঠে মল্লিক পরিবার। আজ শ্রীময়ীর জন্মদিন ঘিরে সেই আনন্দের রেশ আরও বেড়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম

সমালোচনা আর ট্রোলকে পাশে সরিয়ে রেখে সামাজিক মাধ্যমে নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা থাকেন কাঞ্চন ও শ্রীময়ী। নানা আলোচনার মধ্যেও তাদের ভালবাসা ও উদযাপন থেমে থাকেনি। জন্মদিনেও তার প্রমাণ মিলল আরও একবার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।