নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ২:০৭। ৬ সেপ্টেম্বর, ২০২৫।

নাচোলে চুরি হওয়া গরু উদ্ধার ও চোর আটক

সেপ্টেম্বর ৫, ২০২৫ ৯:০৪
Link Copied!

নাচোল প্রতিনিধি: চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফা গত ৩ তারিখে রাতে আঙ্গিনায় রাখা ৪ টি বকনা ও গাভী গরু গুলোকে খড় খাইতে দিয়ে বাদী এশার নামাজ পড়তে যাই। একই তারিখ রাত ৮.৪৫ মিনিটের সময় এশার নামাজ শেষে বাদী বাড়ী ফিরে তিনি দেখেন ৩ টি গরু থাকলেও মেটে সাদা রংয়ের ১টি গাভী গরুটি (মূল্য অনুমান ৬৫ হাজার ) নাই।

আরও পড়ুনঃ  এশিয়া মহাদেশের বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর সাইদুর রহমানের জবি রসায়ন বিভাগে যোগদান

পরবর্তীতে বাদী নাচোল থানায় গরু চুরি সংক্রান্ত এজাহার দায়ের করেন। পরে উক্ত চুরি হয়ে যাওয়া গরুটি আজ সকাল ১০.৫ মিনিটের সময় অভিযান পরিচালনা করে নাচোল মধ্যবাজারের মোঃ শফিকুল ইসলাম এর বাড়ীর পিছনে মাক্তাপুর গ্রামের মৃত মোঃ আজিমুদ্দিনের ছেলে মোঃ তোফাজ্জল (৪০) কে চুরি হওয়া গরু সহ গ্রেফতার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।