নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ১০:৩৫। ৫ আগস্ট, ২০২৫।

নাটোর চিনিকলে ডাকাতি, মালামাল লুট

আগস্ট ৩, ২০২৫ ৭:২৯
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোর চিনিকলে গার্ডদের বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় চিনিকলের মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।

গতকাল শনিবার দিনগত রাতে শহরের হুগলবাড়িয়া এলাকায় চিনিকলে এ ডাকাতির ঘটনা ঘটে। তবে কি পরিমাণ মালামাল লুট হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  তরুণদের হাত ধরেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠিত হবে : তারেক রহমান

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান বলেন, ‘গতরাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা গার্ডরা পাহাড়ায় ছিলেন। মধরাতে গার্ডদের বেঁধে রেখে ডাকাতদল মালামাল ডাকাতি করে নিয়ে যায়। তবে কি পরিমাণে মালামাল ডাকাতি হয়েছে, তা তদন্ত চলছে।’

আরও পড়ুনঃ  সোহিনীর ফটোশুট দেখে ক্ষুব্ধ নেটিজেনরা

তদন্তের পর সঠিক হিসাব দিতে পারবেন বলে এ কর্মকর্তা জানান।

নাটোরের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, ‘বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। এ ঘটনার তদন্ত কাজ চলছে। তদন্তের পর কি পরিমাণে মালামাল লুট হয়েছে, তা জানা যাবে। এ কাজের সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।