নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। বিকাল ৫:৩২। ২ আগস্ট, ২০২৫।

নাটোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ি আটক

আগস্ট ১, ২০২৫ ৫:৪৬
Link Copied!

লালপুর(নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে নিজ শয়নকক্ষ থেকে নিলা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়িকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুর পলাতক রয়েছেন।

নিহত নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেনের (৩২) স্ত্রী এবং ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারের মেয়ে। তার চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

আরও পড়ুনঃ  রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় গৃহবধূ নিলা বেগম ঘরের ভেতরে একা ছিলেন। হঠাৎ করেই তার শাশুড়ি মর্জিনা বেগম ঘরে ঢুকে দেখতে পান, ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে আছেন নিলা। শাশুড়ির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ওয়ালিয়া ফাঁড়ি ও লালপুর থানা পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ  ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে একজন নিহত

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে। নিহতের স্বামী মোজাফফর হোসেন ও শ্বশুর খোশবার হোসেন ঘটনার পর থেকে পলাতক। তাদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।