নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৩:৪২। ১১ সেপ্টেম্বর, ২০২৫।

নাটোরে জুলাই শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র নির্মাণ

সেপ্টেম্বর ১০, ২০২৫ ১০:৫৬
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ এর নির্মাণ কাজ শেষ হয়েছে।

জেলার পাঁচ শহীদের প্রাণ হারানোর স্থানটিতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কারিগরি সহায়তায় স্মৃতিফলক নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে জেলা পরিষদ।

জুলাই গণঅভ্যুত্থানে নাটোর জেলার আটজন শহীদ হয়েছেন। এর মধ্যে দুইজন ঢাকাতে এবং একজন গাজীপুরে শহীদ হন। অবশিষ্ট পাঁচজন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের শহরে পিটিআই সড়ক এলাকার বাড়িতে অগ্নিদগ্ধ হন ৫ আগস্ট।

আরও পড়ুনঃ  রুয়েটে ক্লাস করতে যাওয়া ছাত্রলীগ নেতা পুলিশের কাছে সোপর্দ

অগ্নিদগ্ধদের মধ্যে গুরুতর আহত অবস্থায় উদ্ধারকৃত মেহেদী হাসান রবিন ঢাকার একটি হাসপাতালে শহীদ হন। অগ্নিদগ্ধ অবশিষ্ট চারজনের মরদেহ উদ্ধার হয় ঐ বাড়ি থেকে ৬ আগস্ট। এই চারজন হচ্ছেন শহীদ শাওন খান সিয়াম, শহীদ মিকদাদ হোসেন খান আকিব, শহীদ শরিফুল ইসলাম মোহন এবং শহীদ ইয়াসিন আলী।

অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারানো স্থানটির কাছেই আইসিটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের সীমানা প্রাচীরের সঙ্গে পাঁচটি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল ঐক্যমত্য কমিশনের বৈঠক

মূল স্মৃতিফলকগুলো বা স্ট্যাম্প আট ফুট উচ্চতায় অবস্থান করছে। প্রত্যেক স্মৃতিফলকের কালো জমিনে শহীদের সংক্ষিপ্ত পরিচিতি খোদাই করা আছে। উপরে ধাতব গোলাকার লাল বৃত্তে শহীদের নাম এবং জন্ম ও মৃত্যু তারিখ লেখা।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন জানান, শহীদ মেহেদী হাসান রবিন, শহীদ শাওন খান সিয়াম, শহীদ মিকদাদ হোসেন খান আকিব, শহীদ শরিফুল ইসলাম মোহন এবং শহীদ ইয়াসিন আলী স্মরণে পৃথকভাবে পাঁচটি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আমরা কারিগরি সহায়তা প্রদান করেছি।

আরও পড়ুনঃ  থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া বলেন, নাটোরের পাঁচ শহীদ স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজ বাস্তবায়ন করতে পারা আমাদের জন্য প্রশান্তির। নির্মিত স্ট্রিট মেমোরি স্ট্যাম্প শহীদদের গৌরব গাঁথা জানান দিয়ে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।