স্টাফ রিপোর্টার : নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে আজ (২৭ মে) বড়াইগ্রাম রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয় হলরুমে ‘তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা নিবার্হী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মো. আ. আউয়াল।
সভায় বক্তাগণ বলেন, তরুণ প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষর্থীরা শুধু স্কুলে পাঠ গ্রহণ করবে এমন নয়, তারা নিজেদের ভিতর ভবিষ্যত নেতৃত্ব, সম্ভাবনা ও স্বপ্ন বয়ে বেড়াচ্ছে। এসময় তারুণ্যের শক্তিকে সঠিক নির্দেশনার মাধ্যমে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা জরুরি বলে মন্তব্য করেন বক্তারা।
বক্তাগণ আরও বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা তরান্বিত করতে হলে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে উন্নয়ন, উদ্ভাবন ও নেতৃত্বের প্রতিটি স্তরে। তথ্যপ্রযুক্তি, শিক্ষায় গুণগত উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টির সহায়ক পরিবেশ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণ সমাজকে কার্যকর অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে। আলোচকবৃন্দ সমাজ থেকে মাদক নির্মূলে সকলে একযোগে কাজ করা, বিভিন্ন সেক্টরে বৈষম্য দূর করা, দুর্নীতি দূর করা, সুশাসন প্রতিষ্ঠা, নৈতিকতার চর্চা, ভালো কাজে পারস্পরিক সহযোগিতা প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন
অনুষ্ঠানে রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে। সভায় শিক্ষার্থীরা তাদের মতামত উপস্থাপন এবং তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন প্রস্তাবনা পেশ করে।