নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৯:৪৩। ৮ মে, ২০২৫।

নাটোরে মহাসড়কে পড়ে ছিল পলিথিনে মোড়ানো খণ্ডিত হাত

মে ৮, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরে পলিথিনে মোড়ানো মানুষের কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) রাত ৮টার দিকে শহরতলীর দত্তপাড়া এলাকায় মহাসড়কের পাশে পড়ে থাকা পলিথিনে হাতের কাটা অংশ মোড়ানো ছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে

তিনি বলেন, উদ্ধার হওয়া হাতের কাটা অংশ কোনো যানবাহন থেকে নদীতে ছুড়ে ফেলার চেষ্টা করে দুর্বৃত্তরা। কিন্তু সেটি ছুড়ে ফেলার পর নদীতে না পৌঁছে মহাসড়কের ওপরে পড়ে যায়। পরে পলিথিনে মোড়ানো এ কাটা হাত দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাতের কাটা অংশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি কোনো বয়স্ক মানুষের হাত বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই বিষয়ে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।