নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১:৩৭। ১ অক্টোবর, ২০২৫।

নাটোরে মুগ ডালে গড়া দুর্গা প্রতিমা, দেখতে হাজারো মানুষের ভিড়

সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৯:৫৯
Link Copied!

নাটোর প্রতিনিধি : শরতের হালকা হাওয়া আর ঢাকের বোলের সঙ্গে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনন্দ। এই উৎসবকে ঘিরে এবার নাটোরে দেখা যাচ্ছে এক নতুন চমক মুগ ডাল দিয়ে তৈরি এক অনন্য দুর্গা প্রতিমা। এর আগে ধান ও পাটের আঁশ দিয়ে তৈরি প্রতিমা দেখেছিলেন দর্শনার্থীরা, আর এবার তাদের মন কেড়েছে সোনালি মুগ ডালের ঝিলিকময় প্রতিমা।

নাটোর শহরের উত্তর আলাইপুর নতুনপাড়া পূজা মণ্ডপে এই ব্যতিক্রমী প্রতিমা দেখতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো ভক্ত ও দর্শক। প্রতিমাটি তৈরি করেছেন প্রতিমাশিল্পী নীল কুমার দাস। প্রায় আড়াই মাসের পরিশ্রমে কাঠ, বাঁশ ও বিচালির কাঠামোর ওপর মাটি দিয়ে গড়ে তোলা হয়েছে প্রতিমার মূল অবয়ব। এরপর সেই মাটির গায়ে প্রায় ৬০ কেজি মুগ ডাল বসিয়ে শিল্পকর্মটিকে সাজানো হয়েছে। শুধু দুর্গা নন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর এবং সিংহ সব চরিত্রেই মুগ ডালের নিখুঁত কাজ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’

প্রতিমাটি দেখতে আসা দর্শনার্থী অনামিকা প্রামাণিক বলেন, ডাল দিয়ে এমন শিল্পকর্ম সত্যিই চোখে না দেখলে বিশ্বাস হতো না। এর আগে পাটের প্রতিমাও দেখেছি, কিন্তু এটা আরও সুন্দর।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

আরিফ রায় নামে আরেক দর্শক বলেন, পরিবার নিয়ে এসেছি। ডালের আবরণে দেবীকে দেখে অন্য রকম ভালো লাগছে। আশা করি, মা দুর্গা আমাদের আশীর্বাদ করবেন।

কল্পনা রানী সরকার জানান, ফেসবুকে ছবি দেখে আগ্রহ জন্মেছিল। সামনে থেকে দেখে বুঝলাম, মা সব রূপেই সুন্দর।

প্রতিমাশিল্পী নীল কুমার দাস বলেন, গত বছর ধান আর এ বছর পাটের আঁশে তৈরি প্রতিমা দেখে আমি উৎসাহ পাই। এবার তাই মুগ ডালে কাজ করার চেষ্টা করি। ডাল বসানো ছিল অনেক কষ্টের কাজ, সময় আর ধৈর্য দুটোই লেগেছে প্রচুর।

আরও পড়ুনঃ  প্রতিশোধ নিতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা করে কিশোর

নতুনপাড়া পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক রাজিব সাহা বলেন, চাইছিলাম ব্যতিক্রম কিছু করতে। শিল্পীর পরিশ্রমে সেটা বাস্তবে রূপ পেয়েছে। প্রতিদিন প্রচুর মানুষ প্রতিমা দেখতে আসছেন। সবাই প্রশংসা করছেন, তাতে আমরা আনন্দিত।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নাটোরে যেমন তৈরি হয়েছে এক ধরণের শিল্প-সৃজন প্রতিযোগিতা, এই মুগ ডালের প্রতিমা তারই নতুন সংযোজন। এ বছর জেলায় ৩৬৮টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে, যা গত বছরের চেয়ে ১৪টি বেশি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।