নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১:১৬। ১৭ ডিসেম্বর, ২০২৫।

নাটোরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

ডিসেম্বর ১৭, ২০২৫ ১:২২
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা প্রশাসকের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়। পরে শহরের মাদরাসা মোড় স্বাধীনতা চত্বরে শহীদদের স্মরণে স্বাধীনতা সৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসন আসমা শাহিন। এসময় পুলিশ সুপার আব্দুল ওহাবসহ,নাটোর জেলা পরিষদ, পৌরসভা , মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্প স্তবক অর্পন করেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ডাঃ মোহনের দ্বৈত বিসিএস সাফল্যে সংবর্ধনা

সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ও মার্চ পাস্টে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার আব্দুল ওয়াহাব।

আরও পড়ুনঃ  তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন। এছাড়া দুপুর বারোটা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ এবং নিহত মুক্তিযোদ্ধাগণের পরিবারের সদস্যবৃন্দরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।