নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১:৩২। ১১ সেপ্টেম্বর, ২০২৫।

‘নিউজ করার আগে ভাবল না যে এই মেয়েগুলোর কী হবে?’

সেপ্টেম্বর ১০, ২০২৫ ৭:৪৯
Link Copied!

অনলাইন ডেস্ক :  ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির; গত বছরের শেষের দিকে তার নাম জড়িয়ে যায় মাদককাণ্ডে। তার সঙ্গে আরও নাম জড়ায় অভিনেত্রী তানজিন তিশা, মুমতাহিনা টয়া ও সংগীতশিল্পী সুনিধি নায়েকেরও। অভিযোগ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহের করতেন তারা; আর বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সাফা কবির।

এ ঘটনার দীর্ঘ আট মাস পর প্রথমবারের মতো মাদককাণ্ড নিয়ে মুখ খুললেন সাফা কবির। সম্প্রতি এক পডকাস্টে হাজির হন অভিনেত্রী; সেখানে জানালেন, বিষয়টি নিয়ে আলোচনা হলে তার ব্যক্তিগত ও কর্মজীবনে নেতিবাচক প্রভাব পড়ে।

আরও পড়ুনঃ  ৩৩ বছর পর জাকসু নির্বাচন আগামীকাল

সাফা কবির বলেন, ‘নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়েছিলাম। কী হচ্ছে এটা, এমনটাই শুধু ভাবছিলাম। এটা কেমন নিউজ। এরপর আর কোনো আপডেট কেউ দিতে পারল না। কিন্তু এমন খবর প্রকাশের পর আমার ক্ষতি হয়ে গেল। তিন–চারটা মিডিয়ার মেয়েকে নিয়ে যে নিউজটা করল, তারা একটিবার চিন্তা করল না- যে এ মেয়েগুলোর লাইফের কী হবে?’

সাফার মতে, না জেনে সামাজিক মাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া যেমন উচিত নয়, তেমনি প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়াও অন্যায়। তার কথায়, ‘আমরা হুজুগে অনেক কিছু করে ফেলি। কিন্তু চিন্তা করি না, এ ধরনের কর্মকাণ্ড মানুষের জীবন বা সমাজে কী প্রভাব ফেলবে।’

আরও পড়ুনঃ  নাচোল উপজেলায় জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন

সংবাদটির পর একের পর এক কাজ হারাতে থাকেন সাফা, জানিয়ে অভিনেত্রী বলেন, ‘বৃহস্পতিবার খবরটি প্রকাশ করা হয়। রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করার কথা ছিল। কিন্তু এমন খবরের কারণে তারা সেটা বাতিল করে দেয়। আমি তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে এটা শুধু একটা নিউজ। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

আরও পড়ুনঃ  ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি আমিরাতের

সাফার মতে, এই ধরনের খবর শুধু শিল্পীদের নয়, তাদের পরিবারকেও আঘাত করে। সাফা কবির বলেন, ‘আমাদের একটা পরিবার আছে, ওয়ার্ক লাইফ আছে, এগুলো কি কেউ চিন্তা করে? এমনিতেই মিডিয়াকে মানুষ ভালো চোখে দেখে না। এই ধরনের খবরের কারণে মা-বাবাদের মনে ধারণা জন্মাল, তাদের সন্তানেরা এখানে সুরক্ষিত না, তাদের এখানে কাজ করতে দেওয়া যাবে না। আমার মনে হয়, যেকোনো কিছু করার আগে দুবার ভাবা দরকার।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।